চালের মামলায় ইংলাক সিনাওয়াত্রার ৫ বছরের দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চালের ভর্তুকিতে গাফিলতির অভিযোগে দায়েরকৃত মামলায় থাইল্যান্ডের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। তার অনুপস্থিতিতে আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বিচারক বলেন, আদালতে মামলার আসামি দোষী সাব্যস্ত হয়েছেন...আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালতের বিচারকরা সর্বসম্মতভাবে একমত হয়েছেন যে, সাজা স্থগিত করা হবে না।

শুনানির সময় আদালতে অনুপস্থিত ছিলেন সাবেক এই থাই প্রধানমন্ত্রী। গত এক মাস ধরে বিদেশে আত্মগোপনে আছেন তিনি।

আদালত রায় ঘোষণার আগে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচা সাংবাদিকদের বলেন, ইংলাক সিনাওয়াত্রা কোথায় পালিয়ে আছেন তা তিনি জানেন। কিন্তু তিনি বিস্তারিত তথ্য দেননি।

ইংলাক নেতৃত্বাধীন দেশটির সরকার ২০১৪ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রামীণ এলাকায় চালের একটি প্রকল্পের ভর্তুকিতে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুই বছর আগে মামলা দায়ের হয়। কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পে সরকারের প্রায় ৮ বিলিয়ন ডলার ক্ষতি হয়।

এসআইএস/জেআইএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।