দাউদের অর্থেই চলত জাকির নায়েকের সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

অপরাধ জগতে ডন হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিমের অর্থেই ফুলে ফেঁপে উঠেছিল ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক, ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়কের স্বেচ্ছাসেবী সংস্থা।

এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এলো গোয়েন্দাদের কাছে। জাকিরের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আমির গজদারকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক সাহায্য করত দাউদ ইব্রাহিম।

সুলতান আহমেদ নামে এক ব্যক্তির মাধ্যমে জাকিরের সংস্থায় টাকা পাঠাতেন দাউদ। গোয়েন্দাদের এমন তথ্য জানিয়েছেন গজদার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে গজদারকে গ্রেফতার করা হয়। দাউদের সঙ্গে জাকিরের সম্পর্কের কথা জানার পরেই গোয়েন্দারা এ নিয়ে তাকে জেরা করতে শুরু করেন।

গজদার জানিয়েছেন, জাকির নায়েক তার স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেই পরিচালনা করতেন। এছাড়াও একাধিক ট্রাস্ট চালাতেন তিনি। ভারত সহ অন্যান্য দেশেও সেগুলি কাজ করত।

দাউদের টাকা সংস্থায় আসছে সেটি যাতে কেউ জানতে না পারে সেজন্য ভারতসহ একাধিক দেশে ভুয়া কোম্পানি খুলেছিলেন জাকির। সেগুলির মাধ্যমে দাউদের টাকা জমা পড়ত জাকির নায়েকের সংস্থায়। সে কারণেই এতদিন সহজেই চাপা পড়েছিল দাউদের সঙ্গে জাকির নায়েকের সম্পর্কের বিষয়টি।

সূত্র: আজকাল

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।