ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্দুকধারীও পরে গুলিতে নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। গোলাগুলির ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বেশ কয়েকজন গুলিবিদ্ধ এবং ছুরিকাঘাতে জখম হয়েছেন।

জেরুজালেম পোস্টের খবরে জানানো হয়েছে, কর্তৃপক্ষ নিহত ইসরায়েলিদের পরিচয় প্রকাশ করেনি। ২০১৫ সাল থেকেই ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ছুরিকাঘাত, গুলি চালিয়ে বা গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটছে।

গত দুই বছরে কমপক্ষে ৫০ ইসরায়েলি এবং পাঁচ বিদেশি নাগরিক এ ধরনের হামলায় নিহত হয়েছে। অপরদিকে ২৫৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।