রাকায় মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৮৪
সিরিয়ার রাকায় মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে অনেক শিশুও আছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকা শহর। খবর সিবিএস।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এর আগেও দুটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। মানসুরা শহরে বাস্তুহারাদের ব্যবহৃত একটি স্কুল এবং তাকবা শহরের একটি বাজার ও একটি বেকারিতে হামলা চালানো হয়েছে।
সংস্থাটি বলছে, ওই দুই স্থানেই আইএসের জঙ্গিরা অবস্থান করছিল। কিন্তু একই সঙ্গে সেখানে বহু বেসামরিকও ছিল।
হিউম্যান রাইটস ওয়াচের জরুরি বিভাগের পরিচালক ওলে সোলভাং বলেন, এ হামলাগুলোতে শিশুসহ বহু বেসামরিক নিহত হয়েছে। এরা স্কুলে আশ্রয় নিয়েছিল অথবা বেকারি থেকে রুটি বা খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, ওই এলাকায় বেসামরিক নাগরিকরা আছেন কিনা সে বিষয়ে জোটের সদস্যদের জানা উচিত। কারণ তাদের হামলার লক্ষ্য ঠিক ছিল না।
তিনি বলেন, এর আগে গত ২০ মার্চ হামলার ঘটনায় মানসুরা শহরের বাদিয়া স্কুলে ১৬ শিশুসহ কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া ২২ মার্চ আরও একটি হামলায় তাবকা মার্কেট এবং বেকারির ১৪ শিশুসহ কমপক্ষে ৪৪ জন নিহত হয়।
টিটিএন/পিআর