বিমানের অংশ খুলে পড়ল গাড়ির উপর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বিমান বন্দর থেকে উড্ডয়নের আগে সবকিছুই ঠিকঠাক ছিল বিমানটির। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়ে। আর সেটি গিয়ে পড়ে একটি গাড়ির ছাদে ওপর। খবর বিবিসি।

ঘটনাটি ঘটেছে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সে। বিমানটি তখন জাপানের ওসাকা বিমান বন্দর থেকে উড্ডয়ন করছিল। বিমানটি নেদারল্যান্ডসের আমস্টারডাম যাচ্ছিল।

কর্মকর্তারা বলছেন, বিমানটি সবেমাত্র ৬ হাজার ৫শ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই এই বিপত্তি ঘটে। বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। খুলে যাওয়া পাখার অংশটি যে গাড়ির উপর পড়েছে সেটির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে।

এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। বোয়িং -৭৭৭ বিমানটিতে ৩শর বেশি যাত্রী ছিল। তবে বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।