যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলাসহ আরও ৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র ভ্রমণে বিতর্কিত নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করে নতুন করে এতে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাঁদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে কেবল দেশটির সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বিদেশি সরকারগুলোর সরবারহকৃত তথ্য পর্যালোচনা করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গত রোববার এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত এ নিষেধাজ্ঞা আগামী ১৮ অক্টোবর থেকে কার্যকরের কথা রয়েছে।

এ বিষয়ে একটি টুইটও করেছেন ট্রাম্প। তিনি লিখেন, আমেরিকাকে নিরাপদ রাখতে এটি তার প্রথম অগ্রাধিকার।

এরআগে ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তখন তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

তবে রোববারের আদেশে পাঁচটি মুসলিম দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমন ও সোমালিয়ার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হলেও সুদানের নাগরিকদের ওপর থেকে তা সরিয়ে নেওয়া হয়। এছাড়া ইরাকের নাগরিকরা সরসারি ভ্রমণ নিষেধাজ্ঞায় না থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠোর নিরাপত্তা ও জটিল পরীক্ষা-নিরীক্ষা উতরাতে হবে তাদের।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।