নেত্রকোনায় তালিকাভুক্ত অতিরিক্ত মোহরারদের মানববন্ধন


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৫ জুন ২০১৫

নেত্রকোনায় তালিকাভুক্ত অতিরিক্ত মোহরারদের রাজস্বখাতে স্থায়ী করণের দাবিতেে সোমবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে তালিকাভুক্ত অতিরিক্ত মোহরারদের জেলা সংগঠনের সভাপতি শাজাহান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, মহার্ঘভাতার দাবি করেন বক্তারা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রুবেল, মহিলা সম্পাদক সালমা বিউটিসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার ১৮২ জন তালিকাভুক্ত মোহরার অংশগ্রহণ করেন। এসময় দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

কামাল হোসাইন/এমজেড/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।