দেশে ফিরতে ‘মরিয়া’ দাউদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত শৈশবের সময় কাটানো বাড়িতে প্রায়ই নাকি আসতেন দেশটির মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। মাঝে শোনা যায় তিনি নাকি আত্মসমর্পণও করবেন। এবার তেমনি আরও এক খবর দিল ভারতের আনন্দবাজার পত্রিকা। বলা হচ্ছে, জীবনের শেষ দিনগুলো ভারতে কাটাতে মরিয়া দেশটির মোস্ট ওয়ান্টেড এ সন্ত্রাসী।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বরাত দিয়ে সংবাদে বলা হয়, ভারতে ফেরার জন্য ‘মরিয়া’ দাউদ ইব্রাহিম। তিনি এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছেন। রাজের কথায়, ‘জীবনের শেষ দিনগুলো দাউদ কাটাতে চান নিজের দেশেই।’

রাজের অভিযোগ, দাউদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিজেপিও বেশ আগ্রহী। ভোটে জেতার জন্যই মাফিয়া ডন দাউদকে ভারতে ফেরানোর গেম প্ল্যান রয়েছে বিজেপির।

এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দাউদ এখন গুরুতর অসুস্থ। অথর্বও। দেশে ফেরার জন্য যাতে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসা যায়, তার জন্য এখন অনেকের সঙ্গে যোগাযোগ ও কথা বলতে শুরু করেছেন দাউদ।’

অন্যদিকে, গত সপ্তাহে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংহে বলেছেন, ‘দাউদ নিয়ে আমরা এখন কিছুই বলব না। কিছু ঘটনা ঘটছে। আমরা ঝুলি থেকে বিড়াল বের করে দিতে পারি না।’

উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিল দাউদ ইব্রাহিম। ওই বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়। গত কয়েক বছর ধরে পাকিস্তানের করাচিতে রয়েছে - এ বিষয়ে ভারতের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও বিভিন্ন সময় বলা হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।