বিশ্বের সবচেয়ে ধনী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট মারা গেছেন। ৯৪ বছর বয়সী লিলিয়ান বিখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়েলের উত্তরাধীকারী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।

এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী লিলিয়ানের নীট সম্পত্তির পরিমাণ ৩৩ বিলিয়ন ইউরো। সে হিসেবে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী।

তিনি ২০১২ সালে লরিয়েল কোম্পানির বোর্ড থেকে সরে আসেন এবং সে সময় থেকে তাকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে।

উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদের মালিক হলেও শীর্ষ পর্যায়ে যেতে যথেষ্ট কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস চলতি বছরের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী নারী হিসেবে লিলিয়ান বেটেনকোর্টের নাম প্রকাশ করে।

এক বিবৃতিতে কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী জিন পল আগোন বলেন, ‘আমাদের সবার কাছে প্রশংসার একজন মানুষ ছিলেন লিলিয়ান বেটেনকোর্ট। তিনি সর্বক্ষণ লরিয়েল কোম্পানি এবং এর কর্মীদের দেখভাল করেছেন। এই কোম্পানির সাফল্য এবং উন্নতির সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন।’

তিনি আরো বলেন, ‘লিলিয়ান ব্যক্তিগতভাবে বহু বছর ধরে এই কোম্পানিকে সফলতা দিয়ে গেছেন। বিশ্বের মহান এই সুন্দরী নারী আমাদের ছেড়ে গেছেন। আমরা তাকে কখনই ভুলব না।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।