আইএস হটাতে হাওয়াইজাতে ইরাকি বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

ইসলামিক স্টেট (আইএস) এর হাত থেকে হাওয়াইজা শহর পুনরুদ্ধারে ইরাকের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, ‘পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে আইএস-এর ঘাঁটিতে অভিযান চালানোর দু’দিন পর বৃহস্পতিবার সকাল থেকে হাওয়াইজা শহর পুনরুদ্ধারে অভিযান শুরু হয়েছে।’

‘আমাদের জনগণকে দেয়া অঙ্গীকার পূরণের জন্য ইরাকের সব অঞ্চলকে মুক্ত করতে এবং জঙ্গিবাদকে মুছে দিতে প্রথম ধাপে আমরা হাওয়াইজা মুক্ত করার অভিযান শুরু করেছি।’ বলেও মন্তব্য করা হয়। আরবিতে দেয়া বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী জঙ্গি গোষ্ঠীকে আইএসআইএল হিসেবে উল্লেখ করেছেন।

জঙ্গি মুক্ত করার যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশংসাও করেন আবাদি। তেল সমৃদ্ধ প্রদেশ কিরকুকে অবস্থিত হাওয়াইজা, বাগদাদ থেকে দুইশ ৪০ কিলোমিটার উত্তরে।

চলতি মাসের শুরুর দিকে আইএসআইএল এর ঘাঁটি এবং অস্ত্রশস্ত্র লক্ষ্য করে বিমান হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইরাকি জোট।

ইতোমধ্যেই উত্তরের শহর মসুল এবং তাল আফার দখল করে নিয়েছে ইরাকি বাহিনী।

সূত্র : আল জাজিরা

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।