জাবিতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শোভাযাত্রা


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৪ জুন ২০১৫

`একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন` স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন (জাবি শাখা) শোভাযাত্রার আয়োজন করেছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে শোভাযাত্রাটা বের হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় শাখা বাঁধন অফিস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঁধন জাবি শাখার প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক মুস্তফা, জাবি শাখার সভাপতি আবরারুল ইসলাম বাপ্পী, মীর মশাররফ হোসেন হল শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।