দেশে ফিরেছেন ভারতীয় ৪৬ নার্স


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৫ জুলাই ২০১৪

ইরাকে সুন্নি জঙ্গিদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ভারতের ৪৬ জন নার্স দেশে ফিরেছেন। আজ শনিবার তারা দেশে ফিরেছেন। ইরাকের তিকরিত শহরের একটি হাসপাতালে আটকে পড়া এসব নার্সকে গত বৃহস্পতিবার মসুলে নিয়ে যায় জঙ্গিরা। শুক্রবার বিকেলে তাঁদের ছেড়ে দেয় আইএসআইএসের জঙ্গিরা।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে এসব নার্সসহ আরও ভারতীয় নাগরিককে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান স্থানীয় সময় ভোর সোয়া চারটায় রওনা দেয়। আজ সকাল পৌনে নয়টায় বিমানটি ভারতের মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ইরাকপ্রবাসী ৩৯ জন ভারতীয় নির্মাণশ্রমিককে জোর করে ওই মসুল শহরে আটকে রেখেছিল জঙ্গিরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৬ জন নার্স ছাড়াও ইরাকে আটকে পড়া আরও ১০০ জন ভারতীয়কে বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।