ফ্রান্সে এসিড হামলার শিকার দুই মার্কিন পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ফ্রান্সে এসিড হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই নারী পর্যটক। রোববার মার্সাইল শহরে এক নারী ওই দু’জনের গায়ে হাইড্রোক্লোরিক এসিড নিক্ষেপ করেছেন।

তবে পুলিশের একটি সূত্র বলছে, এসিড ছুড়ে মারা ওই নারী হয়তো মানসিক সমস্যায় ভুগছিলেন। এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে উল্লেখ করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেইন্ট চার্লস স্টেশনে এসিড হামলার শিকার হন দুই মার্কিন পর্যটক। ওই নারীদের গায়ে এসিড ছুড়ে মারা হয়েছে। কাছাকাছি থাকা লোকজনের ওপরেই হামলা চালিয়েছেন এক নারী।

এসিড হামলার শিকার ওই দুই নারী পর্যটকের বয়স ২০য়ের মধ্যে। তারা একটি গ্রুপের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই নারীরা তাদের জাতীয়তার কারণে হামলার শিকার হননি।

আহত নারীদের মধ্যে একজনের চোখে আংশিক ক্ষতি হয়েছে। এসিড হামলার শিকার হওয়ার পরপরই তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে হাসপাতাল থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

হামলাকারী ওই নারী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, অল্প বয়সে তিনি নিজেও এসিড হামলার শিকার হয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।