রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৩ জুন ২০১৫
প্রতীকী ছবি

বেড়াতে এসে রাজধানীর রামপুরা এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষিতাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে ধর্ষিতা ও তার পরিবার মামলা করতে রামপুরা থানায় গেলে পুলিশ মামলা নিতে চায়নি বলেও তারা অভিযোগ করেন।

তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব তরফদার জাগো নিউজকে বলেন, ঘটনা সত্যি। দুপুর দেড়টায় অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ এখনই নাম প্রকাশ করতে চায়নি।

জানা গেছে, ধর্ষিতা ও তার স্বামী শনিবার সকাল রাতে ৯টায় পশ্চিম রামপুরায় আসেন। সেখানে তারা এক খালার বাসায় ওঠেন। ওই খালা তাদের রেখে কাজে চলে গেলে এলাকার কিছু বখাটে যুবক গৃহবধূর স্বামীকে পাশের ঘরে আটকে রেখে কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন।

উল্লেখ্য, শুক্রবার এক নারী পুলিশ সদস্যকে (২৫) শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের খিলগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে।

এসএ/এআর/বিএ  
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।