মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে কারা?
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মিয়ানমারের রাজনীতিসহ বৈদেশিক সম্পর্ক ঠিক করে আসছে দেশটির সেনাবাহিনী।
সেই হিসেবে অর্ধ শতকেরও বেশি সময় ধরে দেশটিতে শাসন চলছে সেনাবাহিনীর। ১৯৯০ সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কিন্তু অং সান সু চি ক্ষমতায় আসার পর নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। তবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
তবে চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে আসছে।
মিয়ানমারের কাছে বিমান বিক্রি করেছে চীন একশ ২০ টি, রাশিয়া ৬৪ টি, পোল্যান্ড ৩৫ টি, জার্মানি ২০ টি, ভারত ৯ টি। এছাড়া ট্যাংক বিক্রি করেছে চীন ছয়শ ৯৬ টি, ভারত ২০ টি, ইসরায়েল একশ ২০ টি ও ইউক্রেন ৫০ টি।
রাশিয়া ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে দুই হাজার নয়শ ৭১ টি, চীন এক হাজার ২৯ টি, বেলুরাস একশ দুইটি, বুলগেরিয়া একশটি এবং ইউক্রেন ১০ টি।
এছাড়া ২১ টি যুদ্ধজাহাজও বিক্রি করেছে চীন; কামান বিক্রি করেছে একশ ২৫ টি, আর রাশিয়া একশটি; যেখানে ভারত বিক্রি করেছে ১০ টি।
সূত্র : আল জাজিরা
কেএ/এমএস