রাজস্থানে মুসলিম হত্যায় অভিযুক্ত ছয়জনের খালাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

গেল এপ্রিলে রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় অভিযুক্তদের ছয়জনকে ছাড় দিয়েছে পুলিশ।

মৃত্যুর আগে পেহলু খান নামে ওই দুধ ব্যবসায়ী যাদের নাম বলেছিলেন তাদের মধ্যে এই ছয়জনের নাম ছিল। এদের তিনজন আবার হিন্দুত্ববাদী একটি সংগঠনের সঙ্গে যুক্ত।

তবে পুলিশ এখন বলছে, তদন্ত করে তারা দেখেছে অভিযুক্তরা ঘটনাস্থলেই ছিলেন না।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে একটি গোশালায় ছিলেন।

পহেলু খানের ছেলে ইরশাদ খান বিবিসিকে বলেছেন, ‘বাবা তো দু’দিন হাসপাতালে বেঁচে ছিলেন, এক ইন্সপেক্টর এসেছিলেন বয়ান রেকর্ড করতে। তাকে স্পষ্ট করে এই ছয়জনের নাম বলেছিলেন বাবা। সেটাই ছিল তার মৃত্যুকালীন জবানবন্দি। তারপরেও তারা ছাড়া পেয়ে গেল। আমরা এখন সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। সেখানে আশা করি ন্যায়বিচার পাব।’

আলোচিত এ ঘটনার মূল অভিযুক্তদের ছাড়া পাওয়ার ঘটনায় ভারতের রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের কর্মীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগ উঠছে যে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই বিজেপি সরকার তাদের ছাড় দিয়েছে।

সূত্র : বিবিসি বাংলা।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।