ঈদে শিডিউল ঠিক রাখতে বিশেষ নজরদারি


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৩ জুন ২০১৫

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘ্ন করতে শিডিউলে  বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি বন্ধেও নেয়া হবে বিশেষ ব্যবস্থা। এছাড়া রেলওয়েতে ১০ জোড়া নতুন ইঞ্জিনের পাশাপাশি ১৫৮টি বগি যুক্ত করা হবে।

তিনি আরো বলেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময় মতো ট্রেন ছাড়া হয়। আশা করি গতবার আমরা যে সেবা দিয়েছে তার চেয়ে এবারে বেশি পরিমাণে যাত্রীদের সেবা দিতে পারবো।

তুলনামূলক সাশ্রয়ী ও আরামদায়ক হাওয়ায় রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বরাবরই একটু বেশি। বাংলাদেশ রেলওয়ের ১ হাজার ৮শ ৮ কিলোমিটার মিটার গেজ ও ৪০৯ কিলোমিটার ব্রডগেজ রেলপথে স্বাভাবিক অবস্থায় ৩৩৯টি ট্রেন চলাচল করে। এর মাধ্যমে গড়ে দৈনিক ১ লাখ ১৮ হাজার যাত্রী যাতায়াত করেন। আর ঈদ মৌসুমে সরকারি হিসেবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ৭০ হাজারে। যদিও শেষ তিনদিনে তা দু’লাখ ছাড়িয়ে যায়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।