লন্ডনে টিউব ট্রেনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডিস্ট্রিক্ট লাইন আন্ডারগ্রাউন্ড ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। খবর বিবিসি।

ট্রেনটির পেছনের দিকে একটি সাদা কন্টেইনারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমের একটি ছবিতে দেখা গেছে, একটি সুপারমার্কেটের ব্যাগের ভেতর একটি সাদা বালতিতে আগুন জ্বলছে।

Tube-train

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনায় তারা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন। এর মধ্যে অন্তত একজন মুখে আঘাত পেয়েছেন।

Tube-train

রাজধানীর ফুলহাম এলাকায় পারসন্স গ্রিন স্টেশনে সতর্ক করার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের টীমের সদস্যদের পাঠিয়েছেন।

Tube-train

অ্যালেক্স লিটলফিল্ড (২৪) নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি পার্স পারসন্স গ্রিন টিউব স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি প্লাটফর্মে লোকজনকে ছুটোছুটি করতে দেখেছেন। তারা খুব বিসন্ন ছিল। তিনি সেখানে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের লোকজনকেও দেখেছেন বলে জানিয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।