আইএস’র বিরুদ্ধে জোট গঠনে কেরি
মধ্যপ্রাচ্যে চার দিনের সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার ফ্রান্সে পৌঁছেছেন। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে মহাজোট গঠনের লক্ষ্যে কেরির এই সফর। ইতোমধ্যে দশটি আরব দেশসহ ৪০টি দেশ যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী এই কর্মপরিকল্পনায় সমর্থন দিতে জোটবদ্ধ হয়েছে।
এ সব দেশের প্রতিনিধিরা সোমবার ‘সিকিউরিটি সামিট’-এ যোগ দিতে সমবেত হবেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই সামিটে ইরানেরও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ইরানকে অংশগ্রহণের সুযোগ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, শুধুমাত্র আলোচনা পণ্ড করার জন্যই ইরান এই সামিটে যোগ দিতে চায়। প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন, আইএস ধ্বংস করতে ইরাক ও সিরিয়ায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সর্বশেষ হিসাব মতে, এই দুটো দেশে অন্তত ৩০ হাজার আইএস যোদ্ধা আছেন। সূত্র : বিবিসি।