বাবা হচ্ছেন বিশ্বের প্রথম প্রতিস্থাপিত লিঙ্গধারী
দক্ষিণ আফ্রিকার নাগরিক বিশ্বের প্রতিস্থাপন গ্রহীতা এক ব্যক্তি অপারেশনের কয়েক মাসের মধ্যে বাবা হতে যাচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসক শুক্রবার এ কথা জানান। লিঙ্গ প্রতিস্থাপন সার্জারি টিমের প্রধান ইউরোলজিস্ট আন্দ্রে ভ্যান দার মেরো এএফপিকে বলেন, ২১ বছর বয়সী ওই ব্যক্তির গার্লফ্রেন্ড গর্ভবতী হয়েছেন।
ভ্যান দার মেরো বলেন, আমি তার কাছ থেকে জেনেছি যে, তার পার্টনার গর্ভবতী। তিনি আরো বলেন, ‘আমরা আনন্দিত যে, কোন জটিলতার সৃষ্টি হয়নি এবং তার লিঙ্গ ভালভাবেই কাজ করছে।’
তিনি বলেন, তার সন্তান জন্মদানে কোন বাধা নেই। কারণ তার বীর্য ক্ষতিগ্রস্ত হয়নি। লিঙ্গ প্রতিস্থাপিত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। একজন অঙ্গদাতার কাছ থেকে প্রতিস্থাপিত লিঙ্গটি সংগ্রহ করা হয়। গত ১১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের টাইগারবার্গ হাসপাতালে দীর্ঘ নয় ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ লিঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রচলিত পদ্ধতিতে ভুল খতনার কারণে তিন বছর আগে ওই ব্যক্তির লিঙ্গ কেটে ফেলতে হয়।
এসএইচএস/এমএস