ফিলিপাইনে ফেরিডুবি, ২ জনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফিলিপাইনে শনিবার এক ফেরিডুবিতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ১০০জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন।

ফিলিপাইনের দক্ষিণ লেইটি প্রদেশের লাইলোন বন্দর থেকে মহরলিকা-দুই নামের ফেরিটি ছেড়ে যায় শনিবার গ্রিনিচ সময় দুপুর একটা ২০ মিনিটে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কাউন্সিল বলেছে, প্যানাওন দ্বীপের উত্তর-পশ্চিমে প্রতিকূল আবহাওয়ায় ডুবে যায় ফেরিটি। ফেরির কমান্ডার আরমান্ড বালিলো বলেছেন, ‘প্রাথমিকভাবে দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। আরও একশ ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

রেকর্ড বইতে এদিন ৮৪ জনের নাম লিপিবিদ্ধ ছিল উল্লেখ করে বালিলো বলেন, ‘হিসেবের অতিরিক্ত মানুষ ছিল ফেরিতে। তাই আমরা নিশ্চিত নই, ঠিক কতজন এখনও নিখোঁজ রয়েছে।’ সূত্র : বিবিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।