জাপানের প্রধানমন্ত্রীর জন্য ৩০ রকম নিরামিষ খাবার মোদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ভারত-জাপান সম্পর্ক নতুন মাত্রা দিতে দুই দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে। গতকাল বুধবার শিনঝো অ্যাবে ভারতে পৌঁছার পর তাকে ভারতীয় রীতিতে বরণ করে নেন নরেন্দ্র মোদি।

রাতের খাবারে শিনঝো অ্যাবের জন্য ৩০ রকম নিরামিষ খাবার আয়োজন করা হয়। ধোকলা, ভারেলা, ডুঙ্গরি, পুরি, হান্ডভো ও থেপলাসহ বিভিন্ন নিরামিষ খাবার পরিবেশন করা হয় অ্যাবেকে।

বুধবার বিমানবন্দরে নামার পরেই শিনঝো অ্যাবেকে কুর্তা-পাজামা পরিয়ে দেন নরেন্দ্র মোদি। সঙ্গে সেই জ্যাকেট, যা অধুনা মোদির ‘ট্রেডমার্ক’ হিসেবেই জনপ্রিয়। ওই পোশাকেই অ্যাবে গিয়েছেন সাবরমতী আশ্রম ও ষোড়শ শতকের সিদ্দি সইদ মসজিদে।

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জাপানের প্রধানমন্ত্রী।

আতিথেয়তা শেষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। বৈঠকে চিনের প্রস্তাবিত ‘ওবর’-এর পাল্টা হিসেবে ভারত-জাপান যৌথ উদ্যোগে ‘এশিয়া আফ্রিকা গ্রোথ করিডর’-এর উদ্বোধনকেও গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতাও এক ধাপে অনেকটাই বাড়তে চলেছে বলে দাবি করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।