রোহিঙ্গাদের ১৭৬ গ্রাম জনশূন্য
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭
রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর মধ্যে একশ ৭৬ টিতেই কোনো জনমানব নেই বলে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জাও হাতে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জাও হাতে জানান, তিনটি পৌরসভায় মোট চারশ ৭১ টি রোহিঙ্গা গ্রাম রয়েছে। তার মধ্যে একশ ৭৬ টি গ্রাম জনশূন্য হয়ে গেছে। পার্শ্ববর্তী ৩৪ টি গ্রামে অনেকেই আশ্রয় নিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে ২৫ আগস্টের পর দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধদের তাণ্ডবে গত মঙ্গলবার পর্যন্ত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তিন হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি জাও হাতে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকারই করে না। রোহিঙ্গাদের তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ বাঙালি জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করে।
জাও হাতে জানান, বাংলাদেশে পালিয়ে আসা লোকজনকে তার দেশ ফিরিয়ে নেবে না। কেবল চিহ্নিত করে তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া হবে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
কেএ/জেআইএম