টেকনাফে যুবককে কুপিয়ে হত্যা : কাউন্সিলর গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১২ জুন ২০১৫

কক্সবাজারের টেকনাফে মো. সেলিম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে পৌরসভার পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম পুরাতন পল্লান পাড়ার আব্দু শরীফের ছেলে।  

স্থানীয়দের দাবি, সেলিম টেকনাফ থানা পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। আর এ কারণে চিহ্নিত দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার মো. হারেছকে আটক করেছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে সেলিম প্রতিবেশি এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল। পথে মুখোশধারী সশস্ত্র এক দল ডাকাত তার উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সেলিমের চিৎকার করলে হামলাকারীরা তাকে পার্শ্ববর্তী পশ্চিমের পাহাড়ে ফেলে রেখে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পাহাড়ের পাদদেশ থেকে রক্তাক্ত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নান জানান, তার মাথায় ও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতর ভাই বাদি হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন। আর এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর হারেছকে গ্রেফতার করা হয়েছে।

নিহত সেলিম পুলিশের সোর্স নয়, নানা বিষয়ে পুলিশকে সহায়তাকারী বলে উল্লেখ করে তিনি বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।