মিসরে আইএসের হামলায় ১৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

মিসরের সিনাই উপদ্বীপে আরিশ এলাকায় পুলিশের তিনটি সামরিক যান এবং একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। এতে অন্তত ১৮ মিসরীয় পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

সোমবার আইএস পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িতে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।

এদিকে, আইএসের ওয়েবসাইট আমাক’র মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে আইএস।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএসের হামলায় হতাহতদের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, হামলার পরপরই পুলিশের সঙ্গে আইএসের বন্দুকযুদ্ধ হয়। এতে এসব হতাহতের ঘটিনা ঘটে।

২০১৩ সালে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা সরকার। এরপর থেকে মিসরে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।