মোদির বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানে হিজড়াদের বিক্ষোভ
এবার বাংলাদেশ সফরকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের হিজড়া সম্প্রদায়। বৃহস্পতিবার দেশটির লাহোর প্রদেশে মোদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির হিজড়া সম্প্রদায়। এসময় তারা ১৯৭১ সালে পাকিস্তান ভাঙ্গার জন্য ভারতকে দায়ী করেন।
মোদির সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ভারতের এসব আগ্রাসী বক্তব্যের দাঁত ভাঙ্গা জবাব দিতে পাকিস্তানের হিজড়ারাই যথেষ্ট। তারা আরো জানান, ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য অন্যান্য দেশপ্রেমিক পাকিস্তানির মত তাদের হৃদয়েও গভীর ক্ষত সৃষ্টি করেছে। তারাও নিজেদের ক্ষোভ দমিয়ে রাখতে পারছেন না।
পাকিস্তানের হিজড়া সম্প্রদায় আরো জানায়, এমন কাজের জন্য ভারতকে কঠিন শিক্ষা দেয়া উচিত যাতে ভবিষ্যতে তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনকিছু বলার আগে সতর্ক থাকে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দেয়া বক্তব্যকে ঘিরে পাকিস্তানজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিজের বাংলাদেশ সফরের শেষ দিনে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের প্রসঙ্গ টেনে যে মন্তব্য করেছেন, তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান সরকার।
ইতোমধ্যেই নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তান সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে মোদিকে ‘উস্কানিমূলক’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের চেয়ারম্যান ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাকিস্তানের হিজড়া সম্প্রদায়ও মোদির বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রদর্শন করেছেন।
গত ৭ জুন অর্থাৎ বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মোদি পাকিস্তানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান সর্বক্ষণ ভারতকে বিরক্ত করছে, যন্ত্রণা সৃষ্টি করছে...(পাকিস্তান) সন্ত্রাসকে মদদ দিচ্ছে...একের পর এক সন্ত্রাসী হামলা ঘটছে।’
এসএইচএস/আরআই