টেক্সাসে ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।

টেক্সাসের প্লানো শহরে রোববার রাতে ডালাস কাউবয়েস ফুটবল ম্যাচ দেখার সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এক প্রত্যক্ষদর্শী ফক্স নিউজকে জানান, এক নারী এবং এক পুরুষের মধ্যে বিবাদ শুরু হয়। তারা বাড়ির বাইরে দাঁড়িয়েই ঝগড়া করছিলেন। ওই নারী ফিরে যাচ্ছিলেন সে সময় বন্দুক বের করে গুলি করেন বন্দুুকধারী।

প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলেই জানিয়েছেন, পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট করা হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা বন্দুকধারীকে ওই বাড়িতে দেখতে পেয়ে গুলি করেন।

ওই গোলাগুলির ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। বন্দুকধারী এবং নিহতদের পরিচয় বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সে বিষয়েও কিছু জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।