বাড্ডায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় একটি বাসায় প্রবেশ করে গৃহবধূর মুখে কাপড় দিয়ে ও হাত পা বেঁধে স্বর্নালংকারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল। তিনি জানান, পানির লাইন ঠিক করার কথা বলে সকাল সাড়ে ৮টার দিকে মধ্য বাড্ডার, বাজার গলির ৩৪/এ নং বাসায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে ৩-৪ জন দুর্বৃত্ত।
তারা প্রথমে গৃহবধূ শাপলার মুখে কাপড় গুজে দিয়ে ও হাত পা বেঁধে বাথরুমে আটকে রাখে। এসময় স্বর্নালঙ্কারসহ দামি জিনিসপত্র লুট করে পালিয়ে যায় তারা। পরে সোয়া ৯টার দিকে গৃহবধূর স্বামী ওয়াহেদুজ্জামান (৩৫) ও তার ছেলে সাদ মেয়ে নদীসা বাইরে থেকে বাসায় প্রবেশ করে সব কিছু এলোমেলো দেখতে পান। বাথরুম থেকে মুমূর্ষু অবস্থায় শাপলাকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শাপলাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের স্বামী একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান ওসি।
জেইউ/এআরএস/পিআর