প্রশান্ত মহাসাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পরে বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমানগুলোর অনুসন্ধানকাজ চলছে। খবর সিএনএন

নৌবাহিনীর সপ্তম ফ্লিটের মুখপাত্র লেফট্যানেন্ট লরেন কোল সিএনএনকে জানান, ওয়েক থেকে ২৯০ মাইল পশ্চিমে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দুই হাজার ৪০০ মাইল পশ্চিমে ওই দ্বীপটি অবস্থিত। ইউএসএস কার্ল ভিনসন থেকে ওড়ার পরে এফ এ ১৮ যুদ্ধবিমান দুটি বিধ্বস্ত হয়।

নৌবাহিনীর কর্মকর্তা আরও জানান, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল। একটি বিমান থেকে পাইলটকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আরেকটি বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।