করাচিতে সৈকতে ডুবে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানের বন্দর শহর করাচির হক্সবে সৈকতে ডুবে দুই পরিবারের তিন কিশোরসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বীচে পানির স্রোতে ভেসে ওই ১২ জনের মৃত্যু হয়েছে।

দুই পরিবারের লোকজন ওই জনপ্রিয় সৈকতে পিকনিক করতে গিয়েছিল। সাগর উত্তাল থাকায় পানিতে নেমে গোসল করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সাগরে গোসল করতে নামায় এক সঙ্গে এতজনের প্রাণহানির ঘটনা ঘটল।

এই ঘটনা বর্ণনা করে করাচি দক্ষিণের ডিআইজি আজাদ খান সংবাদমাধ্যম ডনকে জানান, একটি শিশু টার্টল বীচের কাছে একটি ঘূর্ণিস্রোতে আটকা পড়লে তাকে বাঁচাতে গিয়েই বাকিরা ডুবে গেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।