এখনই কোহলিদের দায়িত্ব নেবেন না দ্রাবিড়
মাত্র কিছু দিন হলো ভারতের ‘এ’ এবং অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের দায়িত্ব হাতে নিয়েছেন। সুতরাং এখনই বিরাট কোহলিদের দায়িত্ব নেয়ার পথে হাঁটতে চান না রাহুল দ্রাবিড়। বুধবার নিজের সে কথা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
মিস্টার ডিপেন্ডবল জানিয়ে দিলেন, এখনই জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার কথা ভাবছি না। এখন ‘এ’ ও অনূর্ধ্ব ১৯ দল নিয়ে ভাবতে চাই। রবি শাস্ত্রীর কোচিংয়ে দারুণ খেলছে কোহলিরা। আমি এই মুহূর্তে জাতীয় স্তরের কোচ হওয়ার যোগ্য নয়।
তিনি আরো বলেন, ‘এ’ এবং অনূর্ধ্ব ১৯ দলে যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পেয়ে আমি ভীষণ খুশি। সামনে দু-তিনটে সিরিজ রয়েছে। ছেলেদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
বিশ্বকাপের পর ডানকান ফ্লেচার কোচের পদ ছাড়াই ডিরেক্টর হিসেবে টিম ইন্ডিয়াকে সামলাছেন রবি শাস্ত্রী। বাংলাদেশ সফরেও বিরাট কোহলিদের হেডমাস্টার মুম্বাইয়ের প্রাক্তন এ বাঁ-হাতি ব্যাটসম্যান।
শাস্ত্রীর পরই জাতীয় দলে কোচ হিসেবে দ্রাবিড়কে ভাবা হচ্ছে। কিন্তু তিনি যে এখনই দায়িত্ব নিতে চান না তা এদিন পরিষ্কার করে দেন ৪২ বছর বয়সী কর্নাটকি।
বিএ