ঘূর্ণিঝড় ইরমা আঘাত হেনেছে ফ্লোরিডায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

আটলান্টিক মহাসাগরে উৎপন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইরমা’ কিউবায় তাণ্ডব চালানোর পর এবার আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে। শনিবার রাতে ফ্লোরিডা রাজ্যে ইরমা'র আঘাতে ২৫ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর বিবিসি।

ইরমা'র প্রভাবে এখন ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছে। উপকূলের দিকে দুইশ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং বাড়িঘর ডুবিয়ে দেয়ার মতো জলোচ্ছাস হবারও সম্ভাবনা রয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে কিউবায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইরমা । ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঘূর্ণিঝড়টি কিউবার ক্যামাগুয়ে দ্বীপপুঞ্জে আঘাত হানার পর এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন, ঘূর্ণিঝড়টি আকারে পুরো ফ্লোরিডা রাজ্য থেকেও বড়। এটি রাজ্যের এক উপকূল থেকে আরেক উপকূল পর্যন্ত জীবন ধ্বংসকারী প্রভাব ফেলবে।

তিনি রাজ্যের সব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা বলছেন, ৫৬ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বলা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।