ধাওয়ানের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১০ জুন ২০১৫

বৃষ্টির বাধা টপকে শিখর ধাওয়ানের সেঞ্চুরির উপর ভর করে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারী ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২১৫ রান। শেখর ধাওয়ান ১৩১ আর মুরালি বিজয় ৮৪ রান নিয়ে ব্যাট করছে।

এরআগে সকালে খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছে সফরকারী ভারত। আকাশে মেঘের ঘনঘটা থাকলেও শুরুতে বৃষ্টির দেখা মেলেনি। তবে আলো স্বল্পতায় শেষ পর্যন্ত খেলা শুরু হয় ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও মুরালি বিজয় দারুণ শুরু এনে দিয়েছেন দলকে।

চারঘন্টা বন্ধ থাকার পর আবারো খেলা শুরু হলে ভারত ঠিক যেখানে শেষ করেছিল,যেন সেখান থেকেই শুরু করেন দুই ওপেনার। বৃষ্টি শুরুর আগে তাইজুলের বলে ব্যক্তিগত ৭৪  রানে জীবন পাওয়া ধাওয়ান তুলে নেন তৃতীয় সেঞ্চুরি। ধাওয়ানের পাশাপাশি ফিফটি তুলে নেন অন্য ওপেনার মুরালি বিজয়ও।

এদিকে একমাত্র পেসার মোহাম্মদ শহিদকে নিয়ে একাদশ সাজিয়ে এমনিতেই বিতর্কে টাইগার শিবির। শুরুতে শহিদের সাথে হাত ঘুরিয়েছেন সৌম্য সরকার। এমনকি ৬ষ্ঠ ওভারেই বল করেছেন শুভাগত হোম যিনি প্রকৃত অর্থে পার্টটাইম অফস্পিনার। ৭৭তম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস।

মাত্র একজন জেনুইন পেসার নিয়ে টেস্ট খেলতে নামাকে নেতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেট বোদ্ধারা। যেখানে ভারত খেলছে ৩ পেসার নিয়ে। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে স্পিন দিয়ে ধরাশায়ী করার পরিকল্পনা ছিল মুশফিক বাহিনীর। দলে ২ স্পেশালিষ্ট স্পিনার জুবায়ের ও তাইজুল সাথে আছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও শুভাগত হোম। কিন্তু একথা সবারই জানা, স্পিনের বিপক্ষে সবচেয়ে ভালো খেলা দলটির নাম ভারত।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।