ভারতে আরো ৫ বছর নিষিদ্ধ সিমি


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) ওপর আরোপিত কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ল।

শুক্রবার এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, ভারতের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালাতে তহবিল সংগ্রহের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে সিমি। এই রিপোর্টের ভিত্তিতে সরকার সিমির নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

ভারতীয় গোয়েন্দাদের সূত্রের খবর, পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদিন কমাণ্ডাররা ভারতে আত্মগোপনকারী জঙ্গি সদস্যদের সম্প্রতি এক নির্দেশনা পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, সিমিকে পুনরায় সংঘবদ্ধ হতে তারা সক্রিয় সাহায্য করেছে। প্রসঙ্গত, ১৯৭৭ সালে ভারতের উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি)র জন্ম। সন্ত্রাসবাদী কার্য়কলাপে মদদ দেয়ার অভিযোগে ২০০২ সালে ভারত সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০০৭ সালে ভরতের হাইকোর্ট সিমি সম্পর্কে কূট মন্তব্য করেছিল।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে জেহাদ ছড়ানোর আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরি যে নির্দেশ দিয়েছেন তার সত্যতা যাচাই করছে ভারত সরকার। শুক্রবার দিল্লিতে এ তথ্য জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জাওয়াহিরির ভিডিও বার্তাটি কতটুকু সত্য, তা পরীক্ষা করছে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।