রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দিল ওয়াশিংটন।

যে সব খাতের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে দেশটির প্রতিরক্ষা, ব্যাংক, জ্বালানি ও প্রযুক্তি খাত অন্যতম। এর আগেও ইইউ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন এ নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হবে উল্লেখ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের নিষেধাজ্ঞায় এই প্রথম রাশিয়ার সরকারি ব্যাংকগুলোকে টার্গেট করা হয়েছে। এ ছাড়া দেশটির অনেক সরকারি কোম্পানিও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেইসঙ্গে রয়েছে রাশিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদ জব্দের ঘোষণা।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় কোনো মার্কিন নাগরিক কিংবা কোম্পানি রাশিয়ার প্রধান প্রযুক্তি বিষয়ক কোম্পানি রসটেক এবং দেশটির প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। এ ছাড়া রাশিয়ার পাঁচটি সরকারি প্রযুক্তি ফার্মের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির পাঁচটি জ্বালানি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাশিয়ার ছয়টি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক কিংবা কোম্পানি এ সকল ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।