ভারতে সাইক্লোনের আশংকা : সতর্কতা জারি


প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৯ জুন ২০১৫

ভারতের পশ্চিম উপকূলে মঙ্গলবার আঘাত হানতে পারে সাইক্লোন `আশবা`। ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ থেকে পশ্চিম উপকূলের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের প্রেস বুলেটিনে জানানো হয়েছে, মুম্বাই শহর থেকে ৫১৫ মাইল উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোচ্ছে সাইক্লোন `আশবা`। যার জেরে আগামী ২৪ ঘণ্টা ভারতের পশ্চিম উপকূলের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনের প্রভাব পড়বে কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্রতে। প্রায় ৭৫ কি.মি. প্রতি ঘণ্টার গতিবেগে আছড়ে পড়তে পারে  সাইক্লোন `আশবা` । এই সাইক্লোনের নামকরণ করেছে শ্রীলংকা।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।