সন্তানকে বাঁচাতে গিয়ে বাবাসহ দুইজন নিহত


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ জুন ২০১৫

ফেনীতে শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে বাবাসহ দুইজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার ফেনী বিসিক শিল্প এলাকার তালতলায় বেলাল কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওইদিন কলোনির উঠোনে খেলাস্থলে ঝুলন্ত একটি বিদ্যুৎ এর তারে জড়িয়ে শিশু ইসমাইল। এসময় প্রতিবেশী যৌগমায়া শিশুটিকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎতায়িত হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে ওই শিশুর বাবা মো. এয়াকুব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিশুটির বাবা মো. এয়াকুব আলী (৩৫) ও প্রতিবেশি যৌগমায়া (৩০)।

নিহত এয়াকুব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আব্দুর রশিদের ছেলে ও যৌগমায়া ফুলগাজী উপজেলার পুরাতর মুন্সির হাট গ্রামের সুকুমার দেবনাথ এর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জহিরুল হক মিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।