সিরিয়ায় ৪ বছরে ২ লাখ ৩০ হাজার লোকের মৃত্যু


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৯ জুন ২০১৫

সিরিয়ায় গত চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজার  ছয়শ’ ১৮ জন মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৯ হাজার চারশ’ ৯৪ জন বেসামরিক নাগরিক। মঙ্গলবার ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।

সংস্থার হিসেব অনুযায়ী, নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ১১ হাজার ৪শ’ ৯৩টি শিশু এবং সাত হাজার তিনশ’ ৭১ জন নারী। অবজারভেটরি জানায়, যুদ্ধে সরকার পক্ষে ৪৯ হাজার একশ’ ছয়জন সৈন্য এবং ৩৬ হাজার চারশ’ ৬৪ জন সরকার অনুগত মিলিশিয়া নিহত হয়েছেন।

নিহত সরকার অনুগত যোদ্ধাদের বেশির ভাগই স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য। তবে এদের মধ্যে আটশ’ ৩৮ জন লেবাননের শক্তিশালী হেজবুল্লাহ’র সদস্য এবং বিভিন্ন দেশ থেকে আগত তিন হাজার ৯৩ জন শিয়া যোদ্ধা রয়েছে।

সংস্থা আরো জানায়, যুদ্ধে ৪১ হাজার একশ’ ১৬ জনের বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে সিরিযান জিহাদি এবং কুর্দি মিলিশিয়ারাও রয়েছেন। সংস্থা জানায়, যুদ্ধে নিহত তিন হাজার একশ’ ৯১ লোকের পরিচয় পাওয়া যায়নি। সংস্থার পরিচালক রামি আবদুল রহমান বলেন, এই পরিসংখ্যান সম্পূর্ণ নয়।

তিনি বলেন, আমরা বিরাট সংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার কথা জানি, যাদের ভাগ্য অজানা। সংস্থার পরিসংখ্যানে গেফতারের পর নিখোঁজ হওয়া ২০ হাজার লোক, সরকারের হাতে আটক থাকা নয় হাজার লোক এবং আইএস জিহাদি গ্রুপের হাতে আটক চার হাজার লোকের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

সংস্থা জানায় যুদ্ধ শুরুর পর বেশ কয়েক হাজার লোক গুম বা নিখোঁজ হয়েছেন। ফলে সংস্থার অনুমান যুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা সংস্থার পরিসংখ্যানের চেয়ে দশ-বিশ হাজার বেশি হতে পারে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।