ভারতে ৫ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ৫ মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় আসন্ন যে রদবদলের ইঙ্গিত গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল, এই পদত্যাগ তারই প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগ করেন কেন্দ্রীয় পানি সম্পদমন্ত্রী উমা ভারতী এবং স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী রাজীব প্রতাপ রুডি।

এর আগে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংসহ সঞ্জীব বলিয়ান, গিরিরাজ সিংহ তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামীকাল শনিবার আরও কয়েক মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

এদিকে, পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী রাজীব প্রতাপ রুডিকে বিজেপির সাংগঠনিক দায়িত্বে আনা হতে পারে।

২০১৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মোদির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা লাভের লক্ষ্যে এ রদবদল করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এসব মন্ত্রীর পদত্যাগের পরে বিজেপির সভাপতি অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে সিনিয়র মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। পরে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।