আদালত থেকে পালানোর পরিকল্পনা ছিল ধর্ষক রাম রহিমের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ৩১ আগস্ট ২০১৭

ধর্ষণে অভিযুক্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং তার বিলাসবহুল জীবন ছেড়ে এখন কারাগারের একটি ছোট কক্ষে দিন কাটাচ্ছেন।

গুরমিত রাম রহিম সিংকে আদালত সাজা দেয়ার পর সেখান থেকে পালাতে চেয়েছিলেন তিনি। একটা লাল
ব্যাগকে কেন্দ্র করে কারাগারে শোরগোল তৈরি করে আদালত থেকে জেলে যাওয়ার পথে পালাতে চেয়েছিলেন ধর্ষক রাম রহিম।

একটি লাল ব্যাগে নিজের জামাকাপড় এনেছিলেন রাম রহিম। রায় ঘোষণার পরে ব্যাগ ফেরত চান তিনি। সঙ্গে সঙ্গেই আদালতে থেকে সেই খবর ছড়িয়ে পড়ে। পঞ্চকুলা ও সিরসায় শুরু হয় পরিকল্পিত তাণ্ডব।

আসলে ব্যাগ চেয়ে পাঠানোটাই ছিল সঙ্কেত। সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্যই এই সংকেত ব্যবহার করেছিলেন তিনি। প্রায় একই সময়ে ডেরার বাছাই করা গুন্ডাদের মোবাইলে সাঙ্কেতিক বার্তা পাঠানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা, সম্ভবত সিরসায় ডেরার সদর দফতর থেকেই পাঠানো হয়েছিল ওই বার্তা।

আর এসব সঙ্কেতের আড়ালেই ছিল রাম রহিমের পালানোর ছক। ৮০টিরও বেশি গাড়ি বহরনিয়ে আদালতে এসেছিলেন এই ডেরা প্রধান। অস্ত্র, আগুন জ্বালানোর সরঞ্জামে বোঝাই ওই গাড়িগুলো অপেক্ষা করছিল আদালত থেকে কারাগারে যাওয়ার রাস্তায়।

গোয়েন্দাদের দাবি, গুরমিতকে নিয়ে পুলিশের গাড়িবহর আসা মাত্রই হামলা চালানোর নির্দেশ দেওয়া ছিল। সেই হুলস্থুলের মধ্যেই পালাতে চেয়েছিলেন এই ধর্ষক ধর্মগুরু।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।