কথায় কাজ হবে না উত্তর কোরিয়ার : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ এএম, ৩১ আগস্ট ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতায় কথা বলে কোনো কাজ হবে না। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, গত ২৫ বছর উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের অন্যায় দাবি মেটাতে অর্থ দেয়া হচ্ছে।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, কূটনৈতিকভাবে সমাধানের পথ এখনো খোলা আছে।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমার ওপর দিয়ে সাগরে পড়েছে। উত্তর কোরিয়া বলছে, জাপানের ওপর দিয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটিতে পরণামু হামলা চালানোর প্রথম ধাপ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে না।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।