গুজরাটে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ এএম, ৩০ আগস্ট ২০১৭

ভারতের গুজরাট প্রদেশে গত ২৪ ঘণ্টায় সোয়াইন ফ্লুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৪৩ জনের মৃত্যু হলো।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে, গুজরাটের বিভিন্ন এলাকায় পাঁচজনের দেহে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গেছে।
স্বাস্থ্য দপ্তর বলছে, গত তিনদিনে সোয়াইন ফ্লুতে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার নতুন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে আরো ১৫২ জন। গুজরাট সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোয়াইন ফ্লুতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনও পর্যন্ত এ রাজ্যে ৩ হাজার ৪শ ৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

টিটিএন/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।