মাদক চোরাচালানকালে কোচবিহারে বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ২৯ আগস্ট ২০১৭

গুয়াহাটির অধীনে কোচবিহারে নিযুক্ত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মাদক চোরাচালানকারী তিনজনকে আটক করেছে। তাদের মধ্যে দুজন ভারতের নাগরিক এবং অন্যজন বাংলাদেশি। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে পৃথক তিনটি ঘটনায় তাদের কাছ থেকে একশ বোতল ফেনসিডিল এবং সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল বলে মঙ্গলবার জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক তিনজনের চলাফেরা সন্দেহজনক মনে হয় কোচবিহার জেলার গিতালদহ এলাকার সীমান্তরক্ষীদের। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১৩ কেজি পাঁচশ গ্রাম গাঁজা এবং একশ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

প্রথমে অাটক করা হয় ২০ বছর বয়সী সাবিদুল হককে। কোচবিহারের বরাইবাড়ি গ্রামের বাসিন্দা তিনি। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এরপর আটক করা হয় কোচবিহারেরই বাসিন্দা ২৮ বছর বয়সী নূর নবী সিকদারকে। তাকেও পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এরপর বাংলাদেশের কুড়গ্রামের বাসিন্দা মুফাজ্জলকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এছাড়া ২৮ এবং ২৯ তারিখ রাতে (রোববার, সোমবার দিবাগত রাত) একশ ১১ টি গবাদি পশু পাচারের সময় উদ্ধার করে বিএসএফ।

সূত্র : দ্য শিলং টাইমস

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।