‘ব্লু হোয়েল’ গেমে ভারতে আরও এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৯ আগস্ট ২০১৭

ভারতে বাড়ছে অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ এর শিকারের সংখ্যা। গত রোববার রাতেও দেশটির উত্তরপ্রদেশে ১৩ বছরের এক শিশু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর- এবিপি আনন্দ।

প্রকাশিত খবরে বলা হয়, হামিরপুর জেলার মৌদহ এলাকায় এ ঘটনা ঘটেছে। ষষ্ঠ শ্রেণির ছাত্র পার্থ সিংহের মৃত্যুর সময় হাতে ছিল বাবার স্মার্টফোন। আর তাতে তখনও ‘ব্লু হোয়েল’ গেম খোলা ছিল। গেমের শেষ ৫০ ধাপে ছিল সে, তখন মডারেটর তাকে আত্মহত্যার নির্দেশ দেয়।

পবিরার থেকে বলা হয়, শেষ ককেদিন ধরে ‘ব্লু হোয়েল’ গেম খেলছিল পার্থ। মানা করলে সে খেলা শুরু করে। বাবা না থাকলে বা ঘুমালেই সে তার ফোনে ‘ব্লু হোয়েল’ খেলত। গত রোববার সন্ধ্যা এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণে যাওয়ার কথা ছিল পার্থর। কিন্তু সেখানে না গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে গেম খেলতে বসে সে। বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ঘর থেকে বের না হওয়া বাবা বিক্রম সিংহ দরজা ভেঙে দেখেন, ছেলে সিলিং ফ্যানে ঝুলছে!

পুলিশও জানিয়েছে, ‘ব্লু হোয়েল’ এর কারণেই পার্থর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনটির কল রেকর্ড ও অন্য সকল তথ্য পরীক্ষা করতে আইটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।