লিবিয়ায় গেরিলাদের হামলায় পাঁচ সেনা নিহত


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বেনগাজিতে গেরিলাদের হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার।

সেনাবাহিনীর কমান্ডার ফাদিল আল হাসি গতকাল বলেছেন, ‘মজলিশে শুরা’ নামের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত গেরিলারা বেনগাজিতে সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে তারা নিহত হন। গেরিলাদের হামলার পর থেকে আরও ২৫ সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেরিলারা নিখোঁজ সেনাদের অপহরণ করে নিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, বুধবার বেনগাজি শহরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ অফিসার নিহত হয়েছে বলে জানা গেছে। বেনগাজি থেকেই ২০১১ সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়েছিল। গাদ্দাফির পতনের তিন বছর পরেও  দেশটিতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।