আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এসএমবির কনসার্ট


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৭ জুন ২০১৫

দেশের ব্যান্ডশিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিতে ২০১৪ সালের শেষের দিকে দেশের ৪০টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করে সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ (এসএমবি)।

বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সংগঠনটি এবার দেশের ১১টি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে একটি কনসার্টের আয়োজন করেছে। ‘ইওর স্টেইজ কনসার্ট’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন দুপুর আড়াইটায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে।

এসএমবি সূত্রে জানা গেছে, ‘ইওর স্টেইজ কনসার্ট’ শীর্ষক এই আসরে অংশ নেবে ব্ল্যাক, পয়জনগ্রিন, কার্নিভাল, সেলফ পোর্ট্রেইট, প্রিজনার্স, সায়কোভিনা, ইএফ, রেড লাইন, ইভেনফল, ইনফার্নো ও জাহিন রাশিদ।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।