তরুণরাই সিদ্ধান্ত নেবে আমরা কী হবো : অর্থ প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:২১ এএম, ০৭ জুন ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের জীবন থেকে অনেক বছর গেছে আর যেতে পারে না। আমরা আধুনিক, বৈজ্ঞানিক এবং উন্নত রাষ্ট্র হবো না-কি মধ্যযুগের রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাবো এটি আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। যার মূল নেতৃত্বে থাকবে তরুণ প্রজন্ম। তারাই সিদ্ধান্ত নিবে যে আমরা কি হবো।’

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে `পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ওনারশিপ উইথ টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড চেঞ্জ` (প্রতীক) শীর্ষক একটি গবেষণা প্রকল্পের উদ্বোধন আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি এবং অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে এ গবেষণা প্রকল্পের আয়োজন করা হয়।

প্রকল্পটির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কৃষির নতুন প্রযুক্তি, দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন গবেষণার ফল পৌঁছে যাচ্ছে। তাদের আর্থ-সামাজিক ও ভাগ্য উন্নয়নের এ প্রয়াস অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।  

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ড. ল্যারি স্টিলম্যান, মোনাশ বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা) অধ্যাপক ফ্রিয়েডার সিবল, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. লুসিন্দা বেল।

এছাড়া, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও  দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনেজি।  

এমএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।