পালিয়ে ভাইয়ের কাছে দুবাই গেলেন ইংলাক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৬ আগস্ট ২০১৭

চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার অভিযোগের মামলার রায় সামনে রেখে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশে ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছেন।

ইংলাকের দলের এক সিনিয়র নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

পুয়ে থাই পার্টির ওই নেতা জানান, গত সপ্তাহেই দেশ ছেড়ে সিঙ্গাপুর হয়ে পালিয়ে দুবাই চলে গেছেন ইংলাক। সেখানে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাকেন। যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কারাবাস এড়াতে স্বেচ্ছা নির্বাসনে দুবাইতে থাকছেন।

তিনি বলেন, আমরা শুনেছি কম্বোডিয়া-সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন ইংলাক। তিনি সেখানে নিরাপদে পৌঁছেছেন।

থাইল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান শ্রীবারা রাঙসিব্রাহ্মণকুল বলেন, ইংলাকের দেশত্যাগ সম্পর্কে কোনো রেকর্ড আমাদের কাছে নেই। তবে বিষয়টি দেখছি।

তবে দেশটির ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ইংলাককে পেলেই আটক করা হবে।

ইংলাকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ধার্য গতকাল শুক্রবার। কিন্তু আদালতে হাজির হননি তিনি। তার
আইনজীবীরা বলছেন, কানের সমস্যার কারণে আদালতে হাজির হতে পারেননি ইংলাক।

তবে আদালত এ যুক্তি প্রত্যাখান করে রায়ের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।