মোদি-হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক চলছে


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি ও শেখ হাসিনা মিলে ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলংয়ের বাস সার্ভিস উদ্বোধন করেন।

বাস সার্ভিস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোলাপ হলে একান্ত বৈঠকে বসেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রী ২০ মিনিটের একান্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থন দলিল হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

কিছুক্ষণ পর ৪টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শিমুল’ হলে ফের বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এরপর দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট একাধিক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি-হাসিনা। পরে তারা কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রত্যক্ষ করবেন। এ সফরের বিভিন্ন দিক তুলে ধরতে সন্ধ্যার একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে। সন্ধ্যা সোয়া ৭টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিজিটরস বুকে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিদায় নেবেন।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বল রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজসভা অনুষ্ঠিত হবে। সেখানেও দুই দেশের সরকার প্রধানদের সাক্ষাৎ হবে। রাত সাড়ে ৯টায় এই কর্মসূচি শেষ হবে।

এএ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।