মোদিতে স্থবির ঢাকা


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৬ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে গত কয়েকদিন ধরেই সাজ সাজ রব রাজধানীতে। মোদিকে জাঁকজমকভাবে অভ্যর্থনা দিতে সরকারের পক্ষ থেকে সব রকম প্রস্তুতিও নেয়া ছিল। আর আজ সকাল থেকে থমকে থাকা রাস্তা, যানবাহন আর অসহনীয় যানজট ঢাকাবাসীকে জানান দিল মোদির ঢাকায় অবতরণের খবর।

নরেন্দ্র মোদি সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ঢাকায় পৌঁছে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমেই সাভার জাতীয় স্মৃতিসৌধে চলে যান মোদি। সেখান থেকে সোয়া ১১টার দিকে মোদির গাড়িবহর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দিকে যায়। ধানমণ্ডিতে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান মোদি।

দুপুর সাড়ে ১২টার পর সেখান থেকে বেরিয়ে হোটেল সোনারগাঁওয়ের দিকে যায় নরেন্দ্র মোদির গাড়িবহর।

এসবের মধ্যেই নরেন্দ্র মোদির যাতায়াতের জন্য বিভিন্ন সড়কে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করায় অসহনীয় যানজটে পড়েন রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থেকে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকে। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন বাসায়। সময়মতো স্কুল-কলেজে যেতে পারেননি শিক্ষার্থীরাও।

একটি বেসরকারি সংস্থায় কর্মরত রাকিব সরকার জানান, সকাল ৯টায় ধানমণ্ডি থেকে গুলশানে যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু গুলশানে যেতে আমার সময় ব্যয় হয় সাড়ে তিন ঘণ্টা। অন্যান্য দিন যেখানে সর্বোচ্চ ৪৫ মিনিট সময় লাগে আমার।

রাজধানীতে হঠাৎ এরকম তীব্র যানজটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সভাপতি মোহাম্মদ খান তার ফেসবুক ওয়ালে লিখেছেন :

নরেন্দ্র মোদির গাড়িবহর চলাচলের জন্য গাবতলী থেকে ধানমণ্ডি আসার পথে এবং সেখান থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের কারণে মিরপুর রোড ও পান্থপথের সড়ক বন্ধ থাকায় সংশ্লিষ্ট সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও থেকে খামারবাড়ি, মহাখালী থেকে ফার্মগেট হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে প্রচণ্ড গরমের মধ্যে নগরবাসীকে আটকে থাকতে হয়েছে দীর্ঘ সময়।

এছাড়া মিরপুর রোড-সংলগ্ন সায়েন্স ল্যাবরেটরি, পান্থপথ ও আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত সড়কসহ বিভিন্ন অলিগলিতেও যানজট ছড়িয়ে যায়।

বাংলা মোটর থেকে মগবাজার হয়ে মালিবাগ ও মৌচাকসহ সংশ্লিষ্ট সড়কেও যানজট লেগে ছিল।

দুপুর ১টার দিকে নরেন্দ্র মোদির গাড়িবহর সোনারগাঁও হোটেলে ঢুকে পড়লে সব সড়কে আবার যান-চলাচল  শুরু হয়।

এআরএস/এসআরজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।